বিপদের দিনে পাশে আছেন। উন্নাওয়ের মৃতা তরুণীর বাড়ি গিয়ে শনিবার এই আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভদঢ়া। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্যাতিতার পরিবারের সদস্যরা গত এক বছর ধরে হেনস্থার শিকার হচ্ছেন। কিন্তু পুলিশ-প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রিয়াঙ্কার মতে, অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগাযোগ থাকায়, তাঁদের রক্ষা করা হচ্ছে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্তরা। কেন ওই নির্যাতিতা তরুণীকে যথাযথ নিরাপত্তা দেওয়া হল না, সে বিষয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। বিশেষ করে যখন কিছুদিন আগেই আর এক ধর্ষিতা আক্রান্ত হয়েছেন, তখন আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা কংগ্রেস নেত্রী। কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, উত্তর প্রদেশে অপরাধীদের স্থান হবে না। এখন মনে হচ্ছে এই রাজ্যে নারীদের স্থান হচ্ছে না।
পরে, নিজের টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধি প্রশ্ন তোলেন, যে পুলিশ আধিকারিকরা ধর্ষিতার এফআইআর নিতে অস্বীকার করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য কী ব্যবস্থা নিয়েছে সরকার, সে বিষয়েও জানতে চান তিনি।
उन्नाव की दिवंगत पीड़िता का परिवार अपार दुःख और गुस्से में है। साल भर से इस परिवार पर अत्याचार हो रहा था। पीड़िता के पिता को घर में घुसकर पीटा। उनका खेत जला दिया। उनकी 9 साल की पोती को स्कूल में जान से मारने की धमकी दी। महीनों केस दर्ज करने से अधिकारी टरकाते रहे।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 7, 2019































































































































