পেঁয়াজের দাম যেভাবে ঊর্ধ্বমুখী তাতে সাধারণ মানুষের চোখে রীতিমতো জল। এই দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন বাজার পরিদর্শন করছেন এবং পেঁয়াজের দাম যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যায় তার চেষ্টা করছেন। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। বরং পেঁয়াজের দাম এখন সেঞ্চুরি ছাড়িয়ে ২০০ টাকা ছুঁই ছুঁই । তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে সাধারণ মানুষ এখন পেঁয়াজ কিনতে পারবেন প্রতি কেজি ৫৯ টাকায়। নিশ্চয়ই ভাবছেন কোথায় পাওয়া যাবে এই দামে পেঁয়াজ? ‘সুফল বাংলা স্টল’-এ মিলবে ৫৯ টাকায় পেঁয়াজ । রাজ্য সরকারের বক্তব্য, এর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের।
কয়েকদিন আগেও পেঁয়াজের দাম ছিল ১০০ টাকারও বেশি। টাস্ক ফোর্সের নজরদারির ফলে কোথাও কোথাও দাম একটু কমেছে বলে সামান্য স্বস্তি পাচ্ছিলেন ক্রেতারা।বিক্রেতারা বলছিলেন, নতুন পেঁয়াজ আসায় কমছে দাম। টাস্ক ফোর্সের তরফে দোকানগুলিতে দামের তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু এখন অবস্থাটা তথৈবচ। কারণ পেঁয়াজ ছাড়িয়েছে ১৫০ এর মাইলস্টোন। এখন দেখার ‘সুফল বাংলা স্টল’-এর কতটা স্বস্তি মেলে মধ্যবিত্তের হেঁসেলে ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.