রাতের কলকাতায় অভিযান চালিয়ে 74 জন ‘রোমিও’ পাকড়াও করল পুলিশ

0
6

শহরের মহিলাদের আরও সুরক্ষিত করতে বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় রুটিন টহলদারির পাশাপাশি শুক্রবার রাতে কলকাতার রাস্তায় বিশেষ নজরদারি চালালো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা এবং মহিলা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘টিম- উইনার্স’। মাঝরাতের এই
অভিযানে অশোভন আচরণ, ইভটিজিং এবং বেপরোয়া বাইক চালানোর দায়ে মোট 74 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে 51টি মোটরবাইক৷

শুক্রবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চলে৷ কলকাতা পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান এখন থেকে চলবে। রাতের শহরে মূলত মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিশেষ অভিযান। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলেই পুলিশ ব্যবস্থা নেবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নির্দেশেই শহরের মহিলাদের সুরক্ষার বিষয়টি আরও আঁটসাঁট করতে চলেছে কলকাতা পুলিশ৷