দুটি পাতা, একটি কুঁড়ির বাগানে দুটি হৃদয় এক হল। তবে, দুটি নয়, এক হল ১২১ জোড়া হৃদয়। শুক্রবার, শিলিগুড়ির ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে শ্রীহরি সৎসঙ্গ শিলিগুড়ি শাখার পরিচালনায় আদিবাসী সম্প্রদায়ের ১২১ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হল। ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, শ্রীহরি সৎসঙ্গের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।
গৌতম দেব প্রথমে একটি শিব মন্দির উদ্ধোধন করেন। এরপর নব দম্পতিদের আর্শিবাদ করেন। তিনি বলেন, এই বিবাহের সামাজিক তৎপর্য আছে। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে বলে জানান গৌতম দেব। তবে, সরকারের পাশাপাশি স্বেচ্ছ্বাসেবী সংগঠনকেও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





























































































































