নির্ভয়ার বাবা-মা বললেন, দিল্লি পুলিশ দেখে শিখুক

0
7

সাত বছর আগে নির্ভয়াকাণ্ড। হায়দরাবাদে চার অপরাধীকে গুলি করে খুন করায় খুশি নির্ভয়ার বাবা-মা। তাঁদের স্পষ্ট কথা, স্যালুট করছি হায়দরাবাদ পুলিশকে। অপরাধীদের এইরকমই শাস্তি হওয়া উচিত। ওরা যে অপরাধ করেছে, এটাই যথার্থ শাস্তি। দিল্লি পুলিশকে বলব, আপনারা দেখুন, শিখুন হায়দরাবাদ পুলিশকে দেখে। এই সব নরপিশাচদের ভবিষ্যৎ কী হওয়া উচিত সেটা সকলের বোঝা উচিত। আমাদের দুর্ভাগ্য যে, আমার মেয়ের সঙ্গে যারা পৈশাচিক আচরণ করেছিল তারা কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তেলেঙ্গানার আইনমন্ত্রী বলেছেন, ঈশ্বরই ওদের যথার্থ শাস্তি দিয়েছেন।