তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে বলেছেন, আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। আইনের কাঠামোর মধ্যে থেকেই অপরাধীর দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু ধর্ষক-এনকাউন্টার ইস্যুতে মমতার বক্তব্যের উল্টো সুর তাঁর দলেরই নবাগত নেতা-নেত্রীদের গলায়। তৃণমূল সাংসদ দেব, মিমি, নুসরৎ তিনজনই উচ্ছ্বসিত পুলিসি এনকাউন্টারে চার ধর্ষক খুনের ঘটনায়। দেব এই কাজের জন্য হায়দরাবাদ পুলিসের প্রশংসা করেছেন। মিমি বলেছেন, অবশেষে তরুণীর আত্মা শান্তি পেল। হায়দরাবাদ পুলিসকে নিয়ে জনতার উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করেছেন মিমি। অন্যদিকে নুসরতের প্রতিক্রিয়া, এই অপরাধীদের বেঁচে থাকার অধিকার নেই। শাস্তি দেওয়ার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে!
Now your soul will rest in peace #JusticeForDisha
Kudos #TelenganaPolice ??— Mimssi (@mimichakraborty) December 6, 2019
Congratulations Hyderabad police
This was required #Encounter— Dev (@idevadhikari) December 6, 2019
Finally…Someone in the Judicial/ Legal system needs to take up the baton to deliver justice. Voices have been heard – The guilty do not exist. #JusticeDelivered #RestInPeaceDisha
— Nusrat (@nusratchirps) December 6, 2019