তেলেঙ্গানা-এনকাউন্টারের পর আর এক চমক !
নির্ভয়া-কাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীর করুণার আবেদন প্রত্যাখ্যান করুন রাষ্ট্রপতি৷ স্পষ্টভাষায় রাষ্ট্রপতির কাছে এই সুপারিশ করেছে দিল্লির সরকার।
2012 সালের ডিসেম্বরে দিল্লির নির্ভয়া-গণধর্ষণ ও হত্যা মামলায় 4 অভিযুক্তকে আগেই দোষী চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও আর এক নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয় এবং তাঁর অল্প বয়সের জন্য প্রযোজ্য আইনের আওতায় মুক্তি দেওয়া হয়। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বিনয় শর্মা নামে এক অপরাধী রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার জন্যে আবেদন করেন। অন্য এক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেছিলো। চতুর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযুক্ত অক্ষয় কুমার সিং সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করেনি। নির্ভয়ার গণধর্ষণে ওই অভিযুক্তের করুণার আবেদন এমন এক সময়ে এসেছে যখন হায়দরাবাদের গণধর্ষণ করে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে৷
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লি সরকার রাষ্ট্রপতি কোবিন্দের কাছে দায়ের করা আবেদনটি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করেছে। সরকারের তরফে এ ধরনের সুপারিশ নজিরবিহীন ৷































































































































