রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এক নতুন দিশা দেখালেন অধীররঞ্জন চৌধুরী। বাংলার উন্নয়নে প্যাকেজের বদলে লোকসভায় রাজ্যের জন্য আর্থিক বিলের পক্ষে সওয়াল করলেন সাংসদ তথা কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার, অধিবেশনে রাজ্যের উন্নতিকল্পে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসরশ্রেণীর জন্য বিল আনার পক্ষে সওয়াল করেন অধীর। লোকসভায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, এই আর্থিক বিল অনুমোদিত হলে, রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মনের উন্নতি হবে। সেই কারণেই বিশেষ আর্থিক বিল লোকসভায় আনার জন্য সুপারিশ করেন তিনি। বিলটা ইতিমধ্যেই লোকসভায় পেশ হয়েছে।
রাজ্যের বিরোধীদলের সাংসদরা যখন লোকসভায় গিয়েও বাংলার বিষয়ে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান, তখন রাজনৈতিক সংকীর্ণতার বাইরে গিয়ে অধীর চৌধুরীর এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































