এবার মেট্রো-যাতায়াতেও বাড়তি কড়ি গুনতে হবে যাত্রীদের । মেট্রোয় নতুন ভাড়া চালু হলো আজ, বৃহস্পতিবার থেকেই৷ ৬ বছর পর ভাড়া বাড়লো কলকাতা মেট্রোয়। আগে প্রথম পাঁচ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা। এবার প্রথম ২ কিমিতে এই টাকা দিতে হবে। গত ২৬ নভেম্বর দাম বাড়ানোর কথা ঘোষণা করে কলকাতা মেট্রো৷ এখন থেকে মেট্রোর
ন্যূনতম ভাড়াা ৫ টাকা থাকলেও দূরত্ব কমছে। ২ কিমির বেশি যাতায়াতেই গুণতে হবে বাড়তি ভাড়া। তারপর প্রতি স্টেজে ৫ টাকা ভাড়া বাড়ছে।
[] ২-৫ কিমি- ৫ টাকা থেকে ১০ টাকা
[] ৫-১০ কিমি- ১০ টাকা থেকে ১৫ টাকা
[] ১০-১৫ কিমি- ১৫ টাকা থেকে ২০ টাকা
[] ২০-২৫ কিমি- ২৯ টাকা থেকে ২৫ টাকা
২০১৩ সালে শেষবার মেট্রোর ভাড়া বেড়েছিল। তারপর মেট্রোর খরচ বাড়লেও ভাড়ায় বদল হয়নি। এরমধ্যে মেট্রোয় একের পর এক বিপত্তি। কখনও রেকে ত্রটি, কখনও প্রযুক্তিগত সমস্যা। মেট্রোর অপারেটিং রেশিও ২৪৮ টাকা ৷ অঅর্থাৎ১০০ টাকা আয় করতে খরচ ২৪৮ টাকা ! যাত্রীদের বক্তব্য, পরিষেবা ভাল হলে বেশি ভাড়া দিতে অসুবিধা নেই। কিন্তু পরিষেবা যে ভাল হবে, সেই নিশ্চয়তা দেবে কে ?






























































































































