রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি রয়েছে, শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

0
3

সারাদেশে শিল্পে অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো জ্বলন্ত সমস্যা রয়েছে। পেঁয়াজের দাম 140 টাকা কেজি। কিন্তু এই পরিস্থিতিতেও বাংলায় শিল্প পরিবেশ রয়েছে। বৃহস্পতিবার বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত বাণিজ্যিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যে জমি তৈরি আছে। চাইলে তাঁরা বিনিয়োগ করতে পারেন। অতীতে শিল্প সম্ভাবনার ক্ষেত্রে প্রধান অন্তরায় ছিল ট্রেড ইউনিয়নগুলি নেতিবাচক নীতি। সেই পরিস্থিতি এখন বদলে গিয়েছে বলে আশ্বাস দেন মমতা। বাংলায় পর্যটন শিল্পে কতটা উন্নতি হয়েছে সে বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে হোটেল ব্যবসায় বিনিয়োগের সুযোগ রয়েছে।
তবে শুধু শিল্পে বিনিয়োগ নয়, এদিনের বক্তৃতায় কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান মমতা। তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরি হয়েছে। ব্যাঙ্কের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। “টাকা বাড়িতে রাখলে নোট বন্দি, আর ব্যাঙ্কে রাখলে লুঠ বন্দি হচ্ছে”- মোদি সরকারের তীব্র বিরোধিতা করে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বললেই রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সমস্যা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, সবাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয়ে তটস্থ।