সংসদে পেশ করার আগেই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের গোপনীয়তা বাড়াচ্ছে কেন্দ্র । কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলকে অনুমোদনও দেয়। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিএন শ্রীকৃষ্ণের নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত খসড়া আইনটি তৈরি করেছেন ।এরপরই সেটি পর্যালোচনার জন্য আন্তঃ মন্ত্রণালয়ে পেশ করা হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এই বিলটি খুব শীঘ্রই সংসদে নিয়ে আসা হবে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় বেনামে অ্যাকাউন্ট খুলে সহজে ছাড় পাবেন না ব্যবহারকারীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট যাচাই করার পদ্ধতি খুব তাড়াতাড়ি শুরু করা হবে বলে জানা গিয়েছে ।
এই বিলে স্পষ্ট করে বলা হয়েছে, কোনও সংস্থা নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। সেই সংস্থা কাছ থেকে ১৫ কোটি টাকা অথবা ৪ শতাংশ গ্লোবাল টার্নওভার থেকে নিয়ে নেওয়া হবে।
এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপের তথ্য আরও সুরক্ষিত করতে প্রতিনিয়ত পর্যালোচনা করা শুরু হয়েছে। এই বিল পাশ হয়ে গেলে দেশবাসীর গোপন তথ্য আরও সুরক্ষিত থাকবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































