সুন্দরের মাথায় আর এক পালক

0
4

১৫ বছর ধরে রয়েছেন গুগল সংস্থায়। এখন সংস্থার সিইও। এবার সেই তারই আর একটি সংস্থা আলফাবেট-এর সিইও হলেন ভারতের সুন্দর পিচাই। ২০১৫ সালে আলফাবেট তার ছিলেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তাঁরা এই সংস্থার দায়িত্ব তুলে দিলেন সুন্দরের হাতে। সুন্দর জানিয়েছেন নতুন দায়িত্ব নিয়ে তিনি উত্তেজিত। চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ৪৭ বছরের সুন্দর বলেছেন এখনও সাদামাটা জীবন যাপন করি। সুযোগ পেলেই হেঁটে শরীর ঠিক রাখি। পছন্দ পায়েসের আর সম্বর। সন্ধ্যায় কখনও-কখনও জিমে যান। এখন প্রস্তুতি দুই সংসার দায়িত্ব পালনের।