বিরাটই এক নম্বরে

0
2

স্টিভ স্মিথকে সরিয়ে ফের আইসিসি ক্রিকেট র‍্যাঙ্কিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও স্মিথের (৯২৩) সঙ্গে বিরাটের (৯২৮) পয়েন্টের ফারাক মাত্র ৫। বাংলাদেশের বিরুদ্ধে কোহলির সেঞ্চুরি আর পাকিস্তানের বিরুদ্ধে স্মিথের ব্যাটিং ব্যর্থতার কারণে এই ফলাফল। দীর্ঘ প্রায় তিন মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় যশপ্রীত বুমরা নেমে এসেছেন পাঁচ নম্বরে, অন্যদিকে অশ্বিন রয়েছেন ৯নম্বরে। অন্যদিকে ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে আরেকটি ৬ মারলেই ৪০০ ক্লাবের সদস্য হবেন। তাঁর আগে থাকবেন দুজন — ক্রিস গেইল ৫৩৪ ও শাহিদ আফ্রিদি ৪৭৬।