ভাবতে অবাক লাগে এমন একটি কাব্যিক আত্মপ্রকাশ দেখা যাবে এই বাংলাতেই! এটি একটি কুঁড়ে ঘর মনে হলেও বাস্তবে কিন্তু এটি একটি পুলিশ ফাঁড়ি। বিশ্বাস করুন, এখানে পুলিশ পোস্টিংও আছেন। ভিতরটিও মনোরমভাবে সাজানো। বহু পর্যটক এখানে আসেন আর ভাবেন এটা থানা! কেউ কেউ কটাক্ষ করে বলেন, এখানে যে সব পুলিশ পোস্টিং হন তাঁরা নিশ্চিত আড় বাঁশি বাজাতে জানেন! ভাবতে অবাক লাগে এমন একটি ফাঁড়ি এ রাজ্যে আছে। কোথায় আছে জানেন? শান্তিনিকেতনের সোনাঝুরিতে।