সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেন ডানলপ থেকে শ্যামবাজার গামী প্রায় 27টা রুটের বাস মালিকরা। টালা ব্রিজে বাস চলাচল নিয়ন্ত্রণের জেরে দীর্ঘদিন ধরেই বাস মালিক সংগঠনের সঙ্গে সমস্যা চলছে রাজ্য সরকারের। ঘুরপথে বাস চালাতে গিয়ে তাঁদের লোকশান হচ্ছে বলে বারবার অভিযোগ তুলেছেন বাস মালিকরা। অনেক রুটের বাস চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন। সরকারি হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় কি না সেদিকেই তাকিয়ে যাত্রীরা। অন্যথায় কাজের দিনে নাকাল হতে হবে তাঁদের।