হায়দরাবাদ কাণ্ড এ রাজ্যে ! গণধর্ষণের পর তরুণীকে পুড়িয়ে খুন মালদায়

0
3

হায়দরাবাদ গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনা এখনও টাটকা৷ ওই ঘটনার প্রায় পুনরাবৃত্তি মালদায়।
বৃহস্পতিবার সকালে
মালদার কোতোয়ালি থানার ধানতলা গ্রাম থেকে উদ্ধার হল এক তরুণীর নগ্ন পোড়া দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তরুণীর পরিচয় ও অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে মালদার কোতোয়ালি থানার কিছু মানুষ ধানতলার এক ফাঁকা মাঠে এক তরুণীর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে
খবর যায় পুলিশে। ইংরেজবাজার থানার পুলিশ, মহিলা থানার পুলিশ ও DSP প্রশান্ত দেবনাথ যান ঘটনাস্থল,
ধানতলার সেই ফাঁকা মাঠে৷ যান জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এসপি’র উপস্থিতিতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “মৃতদেহের কাছ থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে‌, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ হয়েছে কি না, বা কী অবস্থায় ওই যুবতীর মৃত্যু হয়েছে তা জানার জন্য সম্পূর্ণভাবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করতে হচ্ছে। এই রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
প্রাথমিক তদন্তের পর ডিএসপি প্রশান্ত দেবনাথ বলেন, “20- 22 বছর বয়সী ওই যুবতীর দেহের ওপর থেকে নীচ পর্যন্ত প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছে। যৌনাঙ্গে আঘাতের চিহ্নও মিলেছে। আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি।” প্রাথমিকভাবে পুলিশের ধারনা, গণধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী।’‌ ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্যই কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয় তাঁকে।