নাগরিকত্ব বিল : রাজ্যসভায় গরিষ্ঠতা না থাকলেও বিজেপি নিশ্চিত

0
3

রাজ্যসভায় কি পাস হবে নাগরিকত্ব বিল? এ নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। কিন্তু রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নাগরিকত্ব বিল পাশে অসুবিধা হবে না বলেই বিশ্বাস বিজেপি নেতৃত্বের। জেডিইউ, শিবসেনা, অকালি এনডিএ জোটে না থাকলেও এই ইস্যুতে বিজেপির পাশে থাকবে বলেই বিশ্বাস।

সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই গত জানুয়ারি মাসে রাজ্যসভায় বিল পেশ করেনি মোদি সরকার। ২৪৫আসনের রাজ্যসভায় ফাঁকা রয়েছে ৫টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২১টি। এনডিএর সংখ্যস ১১৮। বাকি তিনটি ভোট পাওয়ার ব্যাপারে নিশ্চিত অমিত শাহের দল। তাছাড়া কিছু দল ভোট দেবে না বলেই বিশ্বাস। বিপক্ষে ভোট দেবে বাম, সপা বিএসপি, কংগ্রেস, তৃণমূল এবং অবশ্যই চন্দ্রশেখর রাওয়ের দল। জেডিইউ, শিবসেনা এবং শিরোমণি অকালি দল বিল সমর্থনের ইঙ্গিত দিয়েছে। শিবসেনা অনুপ্রবেশকারীদের বিতাড়নের পক্ষে। পক্ষে ওয়াইএসআর কংগ্রেসও। উত্তর-পূর্বের রাজ্যগুলোর শরিকরা ভোটদানে বিরত থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফলে রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাসের সমূহ সম্ভাবনা।