কর্নাটকে আজ ইয়েদুরাপ্পার ভাগ্যপরীক্ষা

0
3

মহারাষ্ট্র হাতছাড়া হওয়ার পর এবার বিজেপির পরীক্ষা কর্নাটকে। আজ রাজ্যের 15 টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। এর মধ্যে ইয়েদুরাপ্পা সরকার বাঁচাতে হলে বিজেপিকে 6 টি আসনে জিততেই হবে। তা না হলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

কর্নাটকে কুমারস্বামীর নেতৃত্বে জোট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন কংগ্রেস ও জেডিএসের 17 বিধায়ক। তৎকালীন স্পিকার তাঁদের বিধায়ক পদ খারিজ করে দেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই 17 টির মধ্যে 15 কেন্দ্রে ভোট হচ্ছে বৃহস্পতিবার। রাজ্যে সরকার টিঁকিয়ে রাখতে হলে এর মধ্যে অন্তত 6 টিতে জিততেই হবে বিজেপিকে।