৪ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে ‘বাংলা সঙ্গীতমেলা’, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। নজরুল মঞ্চ থেকে এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ছাড়াও বাংলাদেশের শিল্পীরা থাকবেন এই মেলায়। বিশিষ্ট সংগীতশিল্পীদের পুরস্কৃত করা হবে এই মঞ্চ থেকে।
কলকাতার শীতে অন্যতম আকর্ষণ গান মেলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আরও প্রাণ পেয়েছে এ মেলা। ৪ থেকে ১২ ডিসেম্বর ‘বাংলা সঙ্গীতমেলা’র পাশাপাশি ৫ থেকে ৮ ডিসেম্বর ‘বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব’ হবে এ বার। চারুকলা ভবন সংলগ্ন মুক্তমঞ্চে উপস্থিত থাকবেন বাংলার বহু লোকশিল্পী। সেখানে বাংলার সব শিল্পীদের সঙ্গে থাকছেন মুম্বইয়ের কুমার শানু, অভিজিৎরা। শহরের আরও দশটি জায়গায় চলবে এই মেলা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র অকাকুরা ভবন, মোহর কুঞ্জ, হেদুয়া পার্ক।





























































































































