ডেঙ্গু নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য:” আক্রান্ত 45,000এর মধ্যে মৃত 27. তার মানে বাকিদের সরকার বাঁচিয়েছে।আমরা সিরিয়াস বলেই এত লোককে বাঁচাতে পেরেছি।মম মশা কি তৃণমূল আমদানি করেছে? আমদানি করলে প্রথমেই বলতাম, আপনাদের কামড়াতে। বলি কামড়াতে? বুঝবেন জনগণকে কামড়ালে কী হয়!”