ধর্ষকদের ফাঁসি দিলেই কি ধর্ষণ শেষ হবে? প্রশ্ন অপর্ণার

0
5

হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে মুখ খুললেন অপর্ণা সেন। এবং স্রোতের বিরুদ্ধে হেঁটে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ফাঁসি দিলেই সমস্যার সমাধান হবে না।

ট্যুইটে অপর্ণা লিখেছেন, হায়দরাবাদের গণধর্ষণ এবং তারপরে নারকীয়ভাবে পুড়িয়ে মারায় দোষীদের সম্ভবত ফাঁসির সাজা হবে। গোটা দেশ ওই চারজনের রক্তপিপাসু হয়ে উঠেছে। নিশ্চিত, এটা জঘন্য, বর্বর অপরাধ। কিন্তু প্রশ্ন হলো, এরপর কী? এরপর কি আর কোন ধর্ষণ হবে না? দোষীদের ফাঁসি দিলেই কি ধর্ষণের ঘটনা কমে যাবে? হায়দরাবাদের ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মহিলা সাংসদরাও। জয়া বচ্চন বলেছেন দোষীদের ভিড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। আবার মিমি চক্রবর্তী বলেছেন ফাঁসি হওয়া উচিত। তার মাঝেই অপর্ণার বক্তব্য নিশ্চিতভাবে যুক্তিগ্রাহ্য। কারণ সমাজতাত্ত্বিকরা বলছেন, ধর্ষণের শাস্তি যদি ফাঁসি হয় তাহলে নির্ভয়া কাণ্ডের পর দেশজুড়ে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। কিন্তু শুধু ভারত নয় পৃথিবীতে এই ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে। এই ব্যধি, মানসিক, সামাজিক, অর্থনৈতিক। এক কথায় বা নির্দিষ্ট শাস্তিতে এর সমাধান সম্ভব নয়।