বাড়ি ফিরল ভিক্টরের কফিনবন্দি দেহ

0
2

অবশেষে চেন্নাই থেকে হিন্দমোটরের বাড়িতে ফিরল ভিক্টর রায়ের কফিনবন্দি দেহ। বছর দুয়েক আগে চেন্নাইয়ে একটি বেসরকারি সংস্থায় যোগ দেন ভিক্টর। গত ১৬ নভেম্বর তাঁর মা ও বাবার সঙ্গে দেখা করতে আসেন হিন্দমোটরে। ২৪ নভেম্বর আবার ভিক্টর চেন্নাই ফিরে যান। প্রতিদিনের মতো গত শুক্রবার ভিক্টর তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। শনিবার বহু চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর মা। সন্ধে ৭টা৪০ নাগাদ চেন্নাই পুলিশ তাঁর বাড়িতে ফোন করে জানায়, ভিক্টরের দেহ একটি হোটেলের বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার উল্লেখ থাকলেও এ কথা মানতে পারছেন না ভিক্টরের আত্মীয়রা। তাঁদের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে।

মৃতদেহ আসার পরে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ প্রতিবেশীরা। শেষ শ্রদ্ধা জানাতে ছিলেন হিন্দমোটরের পুরপ্রধান দিলীপ যাদব।