ধর্ষক বাবার 15 বছরের কারাবাস
পকসো আইনে এক ব্যক্তির 15 বছরের সাজা ঘোষণা করল কোচবিহারের জেলা ও দায়রা আদালত। ওই ব্যক্তি তার 15 বছরের মেয়েকে বারবার নিজের বাড়িতেই ধর্ষণ করে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তার সাজা ঘোষণা হয়। এই মামলার সরকারি আইনজীবী শিবেন রায় জানান, কোচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত ধুম্পুর এলাকার ওই বাসিন্দা একজন প্রাক্তন সিআইএসএফ জওয়ান। সে কোচবিহার আদালতে মুহুরির কাজও করত। বছরের পর বছর ধরে সে তার নিজের মেয়েকে বাড়িতেই ধর্ষণ করত। নাবালিকা গোটা বিষয়টি তার কাকিমাকে জানালেও, তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। 2018 সালের 6 জুন নাবালিকা তার বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর তাকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করে ফের কোচবিহারে নিয়ে যাওয়া হলে নাবালিকা বাড়ি ফিরতে অস্বীকার করে। কোচবিহার মহিলা থানায় তার বাবার বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে ওই নাবালিকা। পোকসো আইনের 6 নম্বর ধারায় মঙ্গলবার দোষী বাবার 15 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেন পকসো স্পেশাল কোর্টের বিচারপতি মধুছন্দা বসু।





























































































































