এটিএম জালিয়াতির তদন্তে দিল্লিতে কলকাতা পুলিশ

0
3

গত দুদিন ধরে কলকাতার যাদবপুর ও তার আশপাশের অঞ্চলে এটিএম জালিয়াতি কমপক্ষে 35টি অভিযোগ জমা পড়ে। তথ্য অনুসন্ধান করে দেখা যায়, যেসব গ্রাহকদের টাকা উধাও হচ্ছে, তা তুলে নেওয়া হচ্ছে দিল্লি ও নয়ডার বিভিন্ন এটিএম থেকে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে কলকাতা পুলিশের একটি দল। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়েছে।
পাশাপাশি, পুলিশের তরফ থেকে ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কীভাবে এই জালিয়াতি রোখা যায়, তার জন্য বিভিন্ন পরামর্শ নিচ্ছে লালবাজার। গ্রাহকদের তিন মাস অন্তর এটিএম কার্ডের পিন পরিবর্তন করতে বলা হয়েছে। এই এটিএম জালিয়াতি ধরন দেখে এর পিছনে রোমানিয়ন গ্যাং থাকতে পারে বলে মনে করছেন লালবাজারের গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করছেন তাঁরা।