যাদবপুরের পর এবার চারু মার্কেট, শহরে বেড়েই চলেছে ATM জালিয়াতি

0
4

যাদবপুরের পর এবার চারু মার্কেট থানা এলাকা। শহরে ফের রমরমিয়েএটিএম জালিয়াতি চক্র। চারু মার্কেট থানায় এবিষয়ে নতুন করে ১৪টি অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, রোমানিয়া বা তুরস্কের চক্রীরা রয়েছে এই জালিয়াতির পেছনে।

যাদবপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের হাতে।