এলাকা দখল নিয়ে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। অভিযোগ, শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। রবিবার রাত থেকেই দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে বাজার যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হয়েছেন একজন। ঘটনায় অগ্নিগর্ভ বাসন্তী। বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্বে তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।





























































































































