বুলবুল: মুখ্যমন্ত্রী মুখ খুলতেই রাজ্যকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র
অবশেষে বুলবুল-এ ক্ষতিগ্রস্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র। রাজ্যকে ৪১৪.৯০ কোটি টাকা পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি, ওই একই কারণে ওড়িশাকেও পাঠান হল ৫৫২ কোটি টাকা।
উল্লেখ্য, গতকাল সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, বুলবুলে বাংলায় অনেক ক্ষতি হয়েছে। কিন্তু কোনও সাহায্য আসোনি কেন্দ্রের তরফে। অথচ, ক্ষতির হিসাব দিয়েছে রাজ্য। এমনকী, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছিল কেন্দ্রীয় দল। এসেছিল কিন্তু কোন টাকা পাঠানো হয়নি। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরই এদিন রাজ্যকে ক্ষতিপূরণ পাঠালো কেন্দ্র। যা খুবই তাৎপর্যপূর্ণ।





























































































































