রাজভবনে আটকে রয়েছে বিল। সেখান থেকে বিল না আসায় আগামী দু’দিন বন্ধ রাখা হচ্ছে বিধানসভা অধিবেশন। পরবর্তী অধিবেশন বসবে আগামী ৬ ডিসেম্বর। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যপাল বিল সই করে না পাঠাতে পারার কারণেই স্থগিত রাখা হচ্ছে অধিবেশন।
কারণ, আগামী দু’দিনে এই বিল নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার কথা ছিল। ওয়াকিবহাল মহলের মতে, রাজবভন থেকে বিল না আসায় অধিবেশন বন্ধ রাখার ঘটনা নজিরবিহীন।





























































































































