হিন্দুত্বের পথেই থাকব, সাফ জানালেন মুখ্যমন্ত্রী উদ্ধব

0
1

দলের জন্মলগ্ন থেকেই মহারাষ্ট্রভিত্তিক কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসাবে পরিচিত শিবসেনা। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পর ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে বিজেপির সংসর্গ ত্যাগ করে তারা এখন হাত মিলিয়েছে রাজনৈতিক শত্রুশিবির কংগ্রেস ও এনসিপির সঙ্গে। এরপরেই প্রশ্ন উঠেছিল, তথাকথিত ধর্মনিরপেক্ষ জাতীয় দল কংগ্রেসের সঙ্গে জোট করে অতীতের হিন্দুত্ববাদী তকমা কি ঝেড়ে ফেলতে চায় শিবসেনা?

আদর্শগতভাবে হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধী কংগ্রেস সুকৌশলে শিবসেনা-সংশ্রবকে শুধুমাত্র বিজেপি-বিরোধী ঐক্য হিসাবে দেখাতেই তৎপর। একইসঙ্গে তারা চায় হিন্দুত্ব নিয়ে যেন বেশি বাড়াবাড়ি না করে শিবসেনা॥ অন্যদিকে বিজেপির খোঁচা, ক্ষমতার লোভে বালাসাহেব ঠাকরের আদর্শ, চিন্তাধারা জলাঞ্জলি দিয়েছেন উদ্ধব। এই দ্বিমুখী চাপের মুখে অবশেষে মুখ খুললেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান সাফ জানিয়ে দিলেন, হিন্দুত্ববাদী আদর্শ থেকে সরে আসার কোনও প্রশ্নই ওঠে না। হিন্দুত্বের পথেই থাকবে শিবসেনা।

উদ্ধবের এই বক্তব্য নিশ্চিতভাবেই কংগ্রেসের পক্ষে অস্বস্তির। প্রশ্ন উঠছে, এর পর আর কোন মুখে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতা করতে নামবে সোনিয়া গান্ধীর দল?