কলকাতা মেডিক্যাল কলেজে জোড়া অভিযোগের জমা পড়ছে স্বাস্থ্য ভবনে। কয়েকদিন আগেই হাসপাতালের ক্যান্টিন থেকে খাবার চুরি করে সেটা রোগীদের কাছে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছিল। এরজেরে হাসপাতালের ক্যান্টিনের এক কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, চিকিৎসার গাফিলতিতে এক যুবকের দৃষ্টিশক্তি বাড়ানোর অভিযোগ উঠেছে। দুটি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ছে স্বাস্থ্য ভবনে।
আরও পড়ুন-শাস্তি বিধান করতে রাজ্যসভায় এ কী বললেন জয়া বচ্চন?






























































































































