অযোধ্যা রায় পুনর্বিবেচনার দাবিতে মামলা জমিয়তে উলেমায়ে হিন্দের

0
5

অযোধ্যার রাম মন্দির নিয়ে শীর্ষ আদালতের রায় ‘রিভিউ’-এর দাবিতে মামলা হলো সুপ্রিম কোর্টে। ওই রায় পুনর্বিবেচনার দাবিতে এটাই প্রথম মামলা৷

মন্দির-মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সোমবার মামলা দায়ের করছে জমিয়তে উলেমায়ে হিন্দ। সংগঠনের প্রধান মৌলানা আর্শাদ মাদানি বলেছেন, দেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই রায় পুনর্বিবেচনার পক্ষে৷ ওদিকে, একই দাবিতে রিভিউ পিটিশন দাখিল করতে তৈরি অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডও। এদিকে, রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।জমিয়তে- নেতা মাদানি বলেছেন, ‘‘আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার, তাই মামলা দায়ের করা হয়েছে।’’