একটি হেডিং অপছন্দ হয়েছে। “মমতা 3, বিষ 0” ভাষাতে আপত্তিও আছে। কিন্তু তাই বলে ‘আজকাল’ কাগজের বিরুদ্ধে বাড়াবাড়ি কোনো পদক্ষেপ ঠিক হবে না। মতামত উঠেছে বিজেপির মধ্যে থেকেই। এই অংশের বক্তব্য, চিঠি বা আইনি প্রতিবাদ ঠিক আছে। কিন্তু বিক্ষোভ বা কোনো সেধরণের কর্মসূচিতে গেলে সেটা ভুল হবে। সংবাদপত্রের একটি হেডিংয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু বাড়াবাড়ি করলে বিজেপির গায়ে সংবাদপত্রের স্বাধীনতার বিরোধী বলে তকমা লেগে যাবে। তাছাড়া অনেকেই হেডিংএ ‘বিষ’ কথাটা সমর্থন করছেন না। তাঁরা বিজেপির বিরোধী হলেও এই ক্ষেত্রে শব্দপ্রয়োগে সহমত না। কিন্তু বিজেপি গোলমাল করলে এরাও বিরক্ত হবেন। আজকাল অফিসে পুলিশ পাহারা বসেছে। বিষয়টি স্পর্শকাতর। তাই এই বিষয়ে আর বেশি বাড়াবাড়ি চান না বিজেপির দায়িত্বশীল অংশ।





























































































































