দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। তার মধ্যে যদি বিয়ের মতো অনুষ্ঠান বাড়িতে থাকে, তাহলে তো আর কথাই নেই। খরচের বহর বাড়তে বাড়তে যে কোথায় পৌঁছয়, তার সীমা থাকে না। তবে বিয়ে মানেই জাঁকজমক করতে হবে এমন কিন্তু কোন ব্যাপার নেই। অন্তত এমনটাই মনে করেন পাঞ্জাবের বাসিন্দা গুরুবকশিস। বিয়ে শুধু সাদামাটাভাবে করাই নয়, কনেকে সাইকেলে বসিয়ে বাড়ি এনেছেন তিনি। আর সেই ঘটনায় এলাকায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
ছোটবেলা থেকেই আর পাঁচটা লোকের মতো বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা ছিল গুরুবকশিসের। কিন্তু যখন বিয়ের ঠিক হয় তখন বাজার অগ্নিমূল্য। তাই নিতান্ত সাদামাটা ভাবে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন তিনি। মাত্র 12 জন আত্মীয় নিয়ে স্থানীয় গুরুদুয়ারায় যান ওই যুবক। সেখানে সাদামাটাভাবেই বিয়ে করেন রমনদীপ কাউরকে। এরপর 25 কিলোমিটার দূরের নিজের বাড়িতে বউকে সাইকেলে বসিয়ে নিয়ে আসেন গুরুবকশিস। বিয়েতে বাজে খরচ বন্ধ তো ভালো কথা। কিন্তু একেবারে নবদম্পতির সাইকেল যাত্রা! পড়শিরা এই নিয়ে বেশ মজাই করছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.