গার্ডেনরিচে প্রকাশ্যে শুটআউট, এলাকায় আতঙ্ক

0
5

সকালবেলা গার্ডেনরিচে প্রকাশ্য রাস্তায় চলল গুলি। সোমবার সকাল দশটা নাগাদ গার্ডেনরিচের লিচুবাগানের বাড়ি থেকে বেরোতেই এক যুবককে দুই দুষ্কৃতী পিছন থেকে এসে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই পড়ে যান ওই যুবক। তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন তাঁর ভাই। সেখানে দুজনকে পালিয়ে যেতে দেখেন তিনি। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে এসএসকেএম-এ ভর্তি করেছে। তিনি আরএসএস কর্মী বলে জানিয়েছে পরিবার। জমি ও বাড়ি সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরেই স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বিবাদ চলছিল বলে পরিবার সূত্রে খবর। এই হামলার পিছনে তারাই রয়েছে বলে অভিযোগ পরিবারের। সকালবেলায় প্রকাশ্যে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গার্ডেনরিচ অঞ্চলে।