কলাভবনেই রবীন্দ্রসঙ্গীতের বিকৃতি!

0
2

ভুল এবং বিকৃত করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হল খাস শান্তিনিকেতনের কলাভবনে! অভিযোগ, রবিবার রাতে কলাভবনের ছাত্রছাত্রীরা “চাঁদ উঠেছিল গগনে” এই গানটি ভুল এবং বিকৃত সুরে গান। ওই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে এই নিয়ে নিন্দার ঝড় ওঠে। এভাবে রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে পরিবেশন করার জন্য রবীন্দ্র অনুরাগীরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান।
বিশ্বভারতীতে নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষ্যে 2দিনের নন্দন মেলা অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষ্যে কলাভবনের ছাত্রছাত্রীরা ওই গানটি পরিবেশন করেন। এর আগে এই গানটি ইউটিউবে বিকৃত করে পরিবেশন করার অভিযোগ ওঠে এক কবির বিরুদ্ধে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচনা হয়। তবে এ দিনের ঘটনা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা কলা ভবনের ছাত্রছাত্রীদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।