হায়দরাবাদ ধর্ষণের প্রতিবাদে যাদবপুরের পড়ুয়াদের মানব শৃঙ্খল

0
4

হায়দরাবাদ-সহ গোটা দেশজুড়ে সাম্প্রতিক কয়েকটি গণধর্ষণ ও ধর্ষিতাকে নৃশংস ভাবে খুনের প্রতিবাদে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে প্রতিবাদ ও মানব শৃঙ্খল করলো কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা।

ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে যাদবপুরের পড়ুয়ারা জানান, এটাই শেষ নয়, এই ঘটনার প্রতিবাদ চলতে থাকবে। তবে তারা মনে করে, কেউ জন্মেই ধর্ষক হয় না। এটা একটি মানসিক ও সামাজিক ব্যাধি। তাই এই ধরণের ঘটনা রুখতে প্রতিবাদের পাশাপাশি সমাজের সকলস্তরের মানুষকে সচেতন হতে হবে। সবাই মিলে সমাজকে সচেতন করতে হবে।