মার্চেই উদ্বোধন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের

0
3

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। নতুন বছরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের।  মোতেরা স্টেডিয়াম সংস্করণের কাজ প্রায় শেষ। যেটুকু কাজ বাকি, তা সঠিক সময় শেষ হয়ে গেলে আগামী বছরের মার্চ মাসেই খুলে যেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

এই স্টেডিয়াম দর্শকদের জন্য উন্মুক্ত হলে একসঙ্গে প্রায় এক লক্ষ দশ হাজার দর্শক বসে ক্রিকেট উপভোগ করতে পারবেন। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শক আসনের থেকেও মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সংখ্যা অনেক বেশি।

জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ দিয়ে শুভ সূচনা হতে পারে এই স্টেডিয়ামের। আইসিসি থেকে এই প্রসঙ্গে ইতিমধ্যেই অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত, প্রধানমন্ত্রীর ভাবনাকে সামনে রেখেই বর্তমান বিসিসিআই সচিব জয় শাহের উদ্যোগে ২০১৭ সালে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। যাতে খরচ হয়েছে প্রায় ৭০০  কোটি টাকা। বিশ্বের এই সবচেয়ে বড় স্টেডিয়াম দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।