উত্তরবঙ্গে লোকসভা ভোটের বিপর্যয় কাটিয়ে কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে জিতেছে শাসকদল। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন উদ্বেগ মিম। উত্তর দিনাজপুরের হেমতাবাদে হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন তথা মিম। শুধু তাই নয়, এই ভোটে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। আগেই উত্তরবঙ্গে মিমের সংগঠন শক্তিশালী হচ্ছে বলে সতর্ক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সীমানা লাগোয়া বিহারের কিশানগঞ্জে জয় পেয়েছে তারা। এরপরেই দলকে মিমের বিষয় সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলল হাই মাদ্রাসা মিমের প্রার্থী দেওয়াতে। ছটি আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থী দিয়েছে ওয়াইসির দল।
এনআরসি ইস্যুতেই রাজ্যের বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি বলে কার্যত স্বীকার করে নিয়েছেন দলীয় নেতৃত্ব। এই জায়গায় দাঁড়িয়ে শাসকদলের পালে হাওয়া। কিন্তু মিম-এর মতো সংখ্যালঘু সংগঠন যদি রাজ্যের ভোট ব্যাঙ্কে থাবা বসায়, সেক্ষেত্রে ভোট সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওয়াইসি ঘোষণা করেছেন, 2021 বাংলার বিধানসভা নির্বাচনে সব আসনেই প্রার্থী দেবেন তাঁরা। এখন হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন থেকে কোনও নতুন সমীকরণ তৈরি হয় কি না সেটাই দেখার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































