বিডিওবিতর্কে কুণালের পাল্টা : নগরপাল তো জ্যোতিবাবুকে মনীষী বলতেন!

0
3

বারাসতে সাংবাদিকরা কুণাল ঘোষের কাছে প্রশ্ন করেছিলেন, বিডিও মুখ্যমন্ত্রীকে অনুপ্রেরণা বলতে পারেন কি? কুণালের পাল্টা জবাব, কলকাতার পুলিশ কমিশনার হওয়ার সময় তুষার তালুকদারের বাড়িতে ছিল জ্যোতি বসুর ছবি। তিনি প্রায় মনীষী বলতেন। তার বেলা?

দেখুন ভিডিও-