প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে অনাহূত 5

0
3

গান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরেই প্রিয়াঙ্কা গান্ধি বঢরার বাড়িতে উপস্থিত অজ্ঞাতপরিচয় 5জন। এ নিয়ে চাঞ্চল্য কংগ্রেস শিবিরে। গান্ধি পরিবার থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার পরেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। তাদের অভিযোগ আরও শক্তিশালী করল সোমবারের ঘটনা। এদিন দুপুরে প্রিয়াঙ্কা গান্ধির দিল্লির লোধি এস্টেটের বাড়িতে অজ্ঞাতপরিচয় 5জন ঢুকে পড়েন। গাড়ি থেকে নেমে তাঁরা সোজা চলে যান বাড়ির বাগানে। তারপরেই প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে ছবি তোলার আবদার করেন। এই ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান প্রিয়াঙ্কা। অনাহূতদের মধ্যে একজন মহিলাও ছিলেন।
এসপিজি প্রত্যাহারের পরে এখন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি সিআরপিএফের জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। এদিনও প্রিয়াঙ্কার বাড়িতে সিআরপিএফ জাওয়ানরা ছিলেন। কিন্তু তাও কীভাবে পাঁচজন একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসপিজির পরিবর্তে যে জেড প্লাস নিরাপত্তা গান্ধি পরিবারকে দেওয়া হয়েছে তা আদৌ কতটা আঁটোসাঁটো? তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।