প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ! ভুল শ্লোগানে হাসির খোরাক কংগ্রেস নেতা

0
1

প্রিয়াঙ্কা বঢরার নামে জয়ধ্বনি দিতে গিয়ে ‘প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ’ বললেন কংগ্রেস নেতা। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন দিল্লির কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার। দিল্লিতে কংগ্রেসের এক মিছিলে ওই শ্লোগান দেন তিনি। লোকজন বলছেন, যেখানে সেখানে গান্ধি পরিবারের নাম টেনে আনুগত্য প্রদর্শন কংগ্রেসের দস্তুর! তাই অত্যুৎসাহী নেতাদের খেয়াল থাকেনা মুখ ফসকে কখন কী বেরোচ্ছে। এর পর তো রাহুল গান্ধী বলতে গিয়ে রাহুল বাজাজ বেরোবে! তবু ভাল, ঘটনাস্থলে রাহুল বা প্রিয়াঙ্কা ছিলেন না। দলীয় নেতার মুখে প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ শুনে মুখ লুকনোর জায়গা পাচ্ছিলেন না দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতিও।

আরও পড়ুন-পশু চিকিৎসকের আর্তনাদ থামাতে কী করেছিল অভিযুক্তরা? জেরায় জানাল 4 জন