বসিরহাটের সন্দেশখালি থানার ঢোল খালি গ্রামে ঠিক এক মাস আগে দোসরা নভেম্বর দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির। ঘটনার এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে নিহতের পরিবারকে 2 লক্ষ টাকার চেক দেন পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বাড়ুই। সিভিক ভলেন্টিয়াররাও ওই পরিবারকে 1 এক লক্ষ টাকা তুলে দেন। তখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ওই পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। কথা দিয়েছিলেন, কথা রাখলেন। মৃত ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির ছোটভাই অভিজিৎ মাইতিকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে। এখন তাঁর ট্রেনিং চলছে। এরপরে চাকরিতে জয়েন করবেন। রাজ্য সরকারের এই সাহায্যে আপ্লুত মাইতি পরিবার।





























































































































