কোনও তর্ক বিতর্ক নয়। শুধুমাত্র প্রেমিকা অন্য একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। ব্যাস। আর তাতেই গিয়েছিল প্রেমিকের মাথা গরম হয়ে। প্রেমিক এসে সপাটে চড় মাড়লেন প্রেমিকাকে। তারপরেই মারা গেলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মানখুর্দ রেলস্টেশনে। প্রেমিকের চড়ে প্রেমিকা রেলস্টেশনে পরে থাকার পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে প্রেমিক পূজারি ইয়ালাপ্পাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, স্টেশনের পাবলিক টয়লেটের সামনে একজন লোকের সঙ্গে কথা বলছিলেন সীতা প্রধান নামের ওই তরুণী। সেটা দেখতে পেয়েই তড়িঘড়ি সীতার দিকে এগিয়ে আসেন তাঁর প্রেমিক পূজারি ইয়ালাপ্পা। সপাটে এক চড় মারেন তরুণীকে। মাটিতে লুটিয়ে পড়ে সীতা। সংজ্ঞাও হারান তিনি। এরপর তাঁকে উদ্ধার করে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সীতা প্রধানকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মানখুর্দ থানার সিনিয়র ইনস্পেক্টর নিতিন বোবদে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর রিপোর্ট দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। তিনি আরও জানিয়েছেন জানিয়েছেন, ইতিমধ্যেই পূজারি ইয়ালাপ্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-এনআরএস কাণ্ডে শিয়ালদা কোর্ট চত্বরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পশুপ্রেমীদের বিক্ষোভ