একে একে মুখ খুলছেন। প্রথমে বাজাজ ইন্ডাস্ট্রির কর্ণধার রাহুল বাজাজ। এবার কিরণ মজুমদার শাহ মুখ খুললেন মোদি সরকারের ভঙ্গুর অর্থনীতির বিরুদ্ধে। শিল্পপতি কিরণ বায়ো ফার্মাসিউটিক্যাল ফার্ম ও বায়োফার্মের সিএমডি। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ক্ষমতাধর প্রথম ১০০জন মহিলার তালিকায় তিনি ছিলেন। কিরণের সাফ কথা, চাহিদা আর যোগান কী করে বাড়ানো যায় আশা করি সে নিয়ে কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে কথা বলবে সরকার। তারপরেই তাঁর বোমা, এখনও পর্যন্ত আমরা অনাহূত এবং কেন্দ্র অর্থনীতি নিয়ে একটাও সমালোচনা শুনতে চাই না। গাড়ি শিল্প বিপর্যস্ত। জিনিসপত্রের দাম আকাশ ছোঁওয়া। আর্থিক বৃদ্ধির হার নেমেছে ৪.৫%-এ। শনিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর সামনে শিল্পপতি রাহুল বাজাজ বলেন, ইউপিএ সরকারের আমলে যে কারওর সমালোচনা করা যেত। কিন্তু আপনাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে ভয় পায়। আপনারা কাজ করছেন, তাহলে মানুষের মুখ খোলার স্বাধীনয়তা নেই কেন? অমিত শাহ জানান, কারওর ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর সে নিয়েই ট্যুইট করেন অর্থমন্ত্রী সীতারমন। তিনি বলেন, প্রশ্ন করা হয়েছিল। উত্তরও মিলেছে। সমাধান হয়েছে। একজনের নিজস্ব ধারণা প্রচার করা ঠিক নয়। এর ফলে জাতীয় স্বার্থ খুন্ন হয়। সীতারামনের ট্যুইট সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই কিরণের ট্যুইট। সমালোচনার তীর আর সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।































































































































