এমপি কাপ নিয়ে আশাবাদী এবং রোমাঞ্চিত তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি সোস্যাল সাইটে লিখলেন : পরপর দু’ বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পদার্পন করল ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার টুর্নামেন্টের উদ্বোধন হলো বজবজের মুচিসা মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। প্রতিযোগিতায় বেশ কিছু প্রতিভাবান স্কিলযুক্ত খেলোয়াড় রয়েছেন। এঁদের কেউ এসেছেন ফলতা, বজবজ, সাতগাছিয়া থেকে, আবার কেউ এসেছেন বিষ্ণুপুর, মহেশতলা, মেটিয়াব্রুজ এবং ডায়মন্ড হারবার থেকে। দীর্ঘদিনের টুর্নামেন্ট। প্রায় ২২দিন চলবে। ২৩ডিসেম্বর দুটি সেরা টিম ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল হবে বাটানগর মহেশতলা মাঠে। খেলোয়াড়রা তো সর্বশক্তি দিয়ে খেলবেনই। কিন্তু তার বাইরে আর একটি বিষয় রয়েছে, তা হল তৃণমূলস্তর থেকে উঠে আসা নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের জায়গা করে দেওয়া, পাদপ্রদীপের আলোয় আনা এবং খেলার প্রতি ভালোবাসা তৈরি করা। সত্যিই বিস্মিত হয়েছি টুর্নামেন্ট ঘিরে মানুষের উৎসাহ দেখে। আশা করছি একটা দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং জিতবে সেরা দলই।





আসুন সকলে মিলে বলি, লেটস ফুটবল…
আরও পড়ুন-দিল্লির কোপ-আতঙ্কে গোষ্ঠীবাজি ‘ভুলতে’ চাইছে বঙ্গ-বিজেপি






























































































































