সাহস যোগানো মনোবিদই কি না আত্মহননকারী! রহস্য

0
2

তিনি নিজেই মনোবিদ। বহু মানুষকে কাউন্সেলিং করে ফিরিয়ে এনেছেন হতাশা আর আত্মহত্যার পথ থেকে। আর তিনিই কি না বেছে নিলেন আত্মহননের পথ!

বাইপাসের ধারে হাইল্যান্ড পার্কের বাসিন্দা মনোবিদ আলোকপর্ণা মিত্রর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই ঘটনার তাঁর স্বামীর বিরুদ্ধে রয়েছে প্ররোচনার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে সৌমিক মিত্রকে। বৃহস্পতিবার ফ্ল্যাটের সোফার উপর অলোকাপর্ণার অর্ধদগ্ধ দেহ পাওয়া যায়। নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল। ফলে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কোনও লাভ হয়নি।

বছর পঞ্চাশের অলোকাপর্ণার ভাই অর্ণবের অভিযোগ, তাঁর দিদির উপর শারীরিক-মানসিক অত্যাচার করতেন সৌমিক। বিবাদের জেরে একবার অলোকাপর্ণা বাড়িও ছেড়েছিলেন। ঘটনার দিন সৌমিকের আচার আচরণও অস্বাভাবিক ঠেকে অর্ণবের। ১৯৯৬ সালে দুজনের বিয়ে। সাইকোলজি নিয়ে পড়াশোনা। পরে মনোবিদের পেশা ও পরিচিতি। কিন্তু যিনি অন্যকে সাহস যোগাতেন, তিনি এভাবে কেন ভেঙে পড়লেন, না কি অত্যাচারের শিকার হলেন, সেটাই খুঁজে বেড়াচ্ছে পুলিশ।