পরপর তিনটি উড়ান বাতিল, দমদমে গোএয়ার পরিষেবায় চরম বিক্ষোভ

0
1

সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দরে উড়ান বাতিল নিয়ে যাত্রী বিক্ষোভ। পরপর তিনটি উড়ান বাতিল হয়। পাইলট এবং কো-পাইলটদের যথাযথভাবে ডিউটি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। এই কারণে চার ঘন্টা কোনও উড়ান ওড়েনি গো এয়ার সংস্থার।

সংস্থা সূত্রে জানা যায় এদিন সকালে ৫.৪৫ মিনিটে গুয়াহাটিগামী উড়ান, ৬.২০ মিনিটে আমেদাবাদগামী বিমান এবং ৭.২৮ মিনিটে শিলচরগামী বিমান নিয়ে সমস্যা তৈরি হয়। বাতিল হয় উড়ান। কিন্তু কোনও কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে বিক্ষোভ শুরু হয়। পরে কিছু যাত্রীকে অন্য বিমানে পাঠাতে হয়। কিছু যাত্রীর ভাড়া ফেরত দিতে হয়। অনেকে আবার দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফিরতে বাধ্য হন। গো এয়ারের মতো বেসরকারি সংস্থার দায়িত্বজ্ঞানহীন আচরণে বিস্মিত যাত্রীরা। বেসরকারি পরিষেবা বিকল্প নয়, আওয়াজ তুলেছেন তাঁরা।

আরও পড়ুন-প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ! ভুল শ্লোগানে হাসির খোরাক কংগ্রেস নেতা