ফের অনলাইনে বড়সড় প্রতারণা। এবার প্রতারণার শিকার হল দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (এইমস)। সূত্রের খবর, স্টেট ব্যাঙ্কে এইমসের দু’টি অ্যাকাউন্ট থেকে আচমকাই উধাও হয়ে গেছে ১২ কোটি টাকা। দেহরাদূন ও মুম্বইয়ের অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে তোলার চেষ্টা হয় প্রায় ২৯ কোটি টাকা। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক তাদের সমস্ত শাখায় হাই অ্যালার্ট জারি করেছে।
জানা গিয়েছে গত একমাসে ‘ক্লোনড চেক’ দিয়ে এইমসের এসবিআই-এর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ১২ কোটি টাকা। হাসপাতাল প্রশাসনের তরফে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও কইভাবে গত সপ্তাহে এইমসের এসবিআই দেহরাদূন ও মুম্বই শাখা থেকে ২৯ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়, তবে তা সফল হয়নি।
































































































































