হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড়। সাইবারাবাদ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মৃত পশু চিকিৎসকের বাবা। সাহায্য না পাওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকী, এফআইআর করাতে গেলে মেয়ের সম্পর্কে কটূক্তি শুনতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেলেঙ্গানায় মহিলারা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও তৎপর হল কলকাতা পুলিশ। মহিলারা যে কোনও সমস্যায় পড়লে যাতে হেল্পলাইনে ফোন করেন সেই জন্য জোরদার প্রচার করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করেছেন। যেকোনও সময়ে নিরাপত্তার অভাব বোধ করলে মহিলারা যেন হেল্পলাইন নম্বরে কল করেন। পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।

তবে সম্প্রতি খবরে প্রকাশ, নির্ভয়া কাণ্ডের পর যে নির্ভয়া হেল্পলাইন কেন্দ্র চালু করেছিল তা কাজেই আসে না। সেখানে ফোন করে কারও সাহায্য পাওয়া যায় না। পরিসংখ্যান অনুযায়ী দেশের নিরাপদতম শহর কলকাতা। কলকাতা পুলিশের এই আশ্বাস শহরের মহিলাদের মনোবল বাড়াবে বলেই মনে করছেন সকলে।
আরও পড়ুন-সারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ! এই যোগ্যতাগুলি থাকলে আপনিও করতে পারেন এই চাকরি































































































































