স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় স্বামী

0
2

স্ত্রীকে ফিরে পেতে এবার শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসল স্বামী। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার ছোটো কাটাপুকুর এলাকায়। স্বামী গৌতম পাকিরা জানান, বামুনিয়া এলাকার রাসমণি পাকিরার সাথে তাঁর বিয়ে হয়েছিল। তাঁরা নিজের ইচ্ছেতে বিয়ে করেছিলেন। এরপর ৭ নভেম্বর তাঁর শ্বশুরবাড়ির লোকেরা এসে তাঁর স্ত্রীকে নিয়ে যায়, তারপর থেকে তাঁর স্ত্রী আর বাড়িতে ফেরেনি। তাঁর স্ত্রীর বাড়ি না ফেরার কারণ হিসাবে তাঁকে কিছু জানায়নি। গৌতম এখন কোনও উপায় না পেয়ে রাসমণির বাড়ির সামনে ধর্ণায় বসার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন-হায়দরাবাদ তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশকর্মী